Sunday , July 22 2018
Breaking News

অবশেষে স্ত্রী’র অনুমতি পেলেন শাহরুখ খান!

অবশেষে স্ত্রী’র অনুমতি পেলেন শাহরুখ খান- পর্দায় শাহরুখ যতোই ম্যাচো হোন না কেন গিন্নির কথার কিন্তু এতটুকু অবাধ্য হন না শাহরুখ। তাই এতদিন সোশ্যাল সাইটে হাজারো ছবি পোস্ট করলেও পোস্ট করা হয়নি গৌরীর সঙ্গে কোনও সেলফি। অনুমতি মেলেনি যে। অবশেষে, মিলল সেই অনুমতি। ইউরোপে বেড়াতে গিয়ে গিন্নির সঙ্গে সেলফি টুইট করলেন তিনি। এই প্রথম।

গরমের ছুটিতে ইউরোপে দেদার মজা করছে খান পরিবার। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি মুহূর্তের ছবি শেয়ার করে শাহরুখ ফ্যানেদের তেষ্টা মেটাতেও চেষ্টার কসুর করছেন না শাহরুখ। তেমনই শনিবার গভীর রাতে গৌরীর সঙ্গে টুইটারে নিজস্বী টুইট করেন শাহরুখ। লেখেন, ‘এত বছর পর অবশেষে তিনি আমাকে একটা ছবি পোস্ট করার অনুমতি দিলেন।’

Facebook Comments