Thursday , June 21 2018
Breaking News

বিয়ের প্রস্তাব পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

এই তো কদিন আগে প্রেমিক ও বন্ধুদের নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াংকা। সম্প্রতি নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে প্রেমিক নিক জোনাসকে নিয়ে নৈশভোজও করতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

এদিকে হাতে হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়ালেও প্রেমের বিষয়টি এখনো স্বীকার করে নেননি কেউ। এরই মধ্যে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন মার্কিন সংগীতশিল্পী নিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন প্রিয়াংকা।

যেখানে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে মিলে বার্গার খাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। মজার বিষয় হলো প্রিয়াংকার ছবিটির নিচেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন নিক। প্রেমিকাকে হিন্দিতে বিয়ের প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, ‘মুঝসে শাদি কারোগি?’

Facebook Comments