Thursday , June 21 2018
Breaking News

বিরিয়ানিতে কি ভয়ংকর জিনিস মেশানো হয়! জানলে হোটেলে আর জীবনে বিরিয়ানি খাবেন না

অস্বাস্থ্যকর পরিবেশে রান্না। বিরিয়ানিতে মেশানো হচ্ছে কাপড়ের রঙ। এসময় রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে গুলশানে বিভিন্ন দোকানে চলে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

নির্বাহী হাকিম সারোয়ার আলম গুলশান ২ নম্বর সেকশনের গলির মধ্যে একটি রেস্টুরেন্টে যান। নাম ‘খুশবু বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’। সেখানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং খাবারে কাপড়ের রঙ মেশানোর প্রমাণ পান তিনি।

সারোয়ার আলম বলেন, এই রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, তারা যে রঙ বিরিয়ানিসহ অন্য খাবারের সাথে মেশাচ্ছে, তা কাপড়ের রঙ। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

অভিযোগ প্রমাণের পর ওই রেস্টুরেন্টকে চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকানে থাকা দুজনের একজনকে এক বছরের এবং অন্যজনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া বন্ধ করে দেয়া হয় দোকানটি।

Facebook Comments