Thursday , June 21 2018
Breaking News

ফিলিপাইনের প্রেসিডেন্টের ঠোঁটে চুমু নিয়ে ‘তোলপাড়’

দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে জনসমুক্ষে বক্তৃতা দেওয়ার সময় এক নারীকে প্রকাশ্যে ঠোঁটে চুমু দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তার এমন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই নারী ফিলিপাইনের বাসিন্দা। তিনি প্রবাসী হিসেবে দক্ষিণ কোরিয়ায় কর্মরত রয়েছেন। প্রেসিডেন্টের বক্তৃতার সময় দুই নারীকে বই উপহার দেওয়ার জন্য মঞ্চে ডাকা হয়। ওই দুই নারী মঞ্চে ওঠার পর তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন দুতের্তে। পরে এক নারীকে ঠোঁটে চুমুর জন্য ইশারা করেন তিনি। পরে তার ঠোঁটে ছোট্ট একটি চুমু দেন তিনি।

বিবিসি জানায়, দুতের্তের ক্ষেত্রে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও নারীদের সঙ্গে এমন ব্যবহারের জন্য সমালোচিত হয়েছেন তিনি।

তবে বিয়া কিম নামের সিউলের ওই নারী কর্মী জানিয়েছেন, দুতের্তের চুমুর মধ্যে কোনো ‘অশ্লীলতা’ ছিলো না। ঘটনাস্থলে উপস্থিত ফিলিপাইনের বাসিন্দাদের উৎসাহিত করতে এমনটি করেছেন তিনি।

Facebook Comments