Thursday , June 21 2018
Breaking News

নতুন গাড়ি কিনলেন রুবেল, জানেন দাম কত ?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘স্লগ ওভার স্পেশালিস্ট’ খ্যাত রুবেল হোসেনের পরিবারে এলো নতুন এক অতিথি! ভাবছেন অন্যকিছু? রুবেল-দোলার ছোট্ট সংসারে এবার যোগ হলো নতুন একটি গাড়ি। তুন গাড়ির সাথে রুবেল হোসেনের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে এই কথা জানিয়েছেন দোলা হোসাইন। গাড়িটি হোন্ডা CIVIC মডেলের। বর্তমান বাজার মূল্য ৪২ লক্ষ টাকা।

সম্প্রতি রুবেলের স্ত্রী দোলা এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ আখবর ভক্তদের জানিয়েছেন। স্ত্রীকে নিয়ে বর্তমানে বেশ সুখেই আছেন জাতীয় দলের এই ফার্স্ট বোলার। ২০১৬ সালের মে মাসে অনেকটা গোপনেই বাগেরহাটের মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন রুবেল। পরে দীর্ঘদিন ধরে গোপনীয়তা বজায় রাখেন নিজের বিয়ের ব্যাপারে।

Facebook Comments